লাখাইয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের ১৪ নেতাকে সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি। সারাদেশ ন্যায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় লাখাই উপজেলায় ১৪ জনকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠিতে তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ১৪ জনকে সাময়িকভাবে বহিষ্কারের তথ্য জানিয়েছে জেলা আওয়ামী লীগ। স্থায়ীভাবে বহিস্কারের জন্য মঙ্গলবার সন্ধ্যায় তাদের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর।
বহিস্কৃত প্রার্থীরা হলেন, লাখাই ইউনিয়নে শরীফ উদ্দিন তালুকদার, মোড়াকরি ইউনিয়নে আবুল কাশেম মোল্লা ফয়সল, মাহমুদুল হাসান ও জাহিদুল ইসলাম, মুড়িয়াউ ইউনিয়নে মাসুক মিয়া তালুকদার, হাজী মুকলেছুর রহমান ও নোমান মিয়া, বামৈ ইউনিয়নে এনামুল হক মামুন, মোর্শেদ কামাল ও খসরু নোমান, করাব ইউনিয়নে আব্দুল হাই কামাল, এবং বুল্লা ইউনিয়নে মো. এয়ার হোসেন তালুকদার, জাহারুল ইসলাম তাউস ও শেখ মুর্শেদ কামাল।