দেশজুড়ে

বানিয়াচংয়ে শিশু হোসাইন হত্যার ঘটনায় অভিযুক্ত চাচী গ্রেফতার

প্রিন্ট করুন


সাজ্জাদ বিন লাল,বানিয়াচংয়ে আড়াই মাস বয়সী শিশু হোসাইন হত্যার ঘটনায় অভিযুক্ত চাচী শাহেনা বেগমকে (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।
মঙ্গলবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে উপজেলা সদরের কুণ্ডুর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার হবিগঞ্জ জ্যেষ্ঠ বিচারক সুলতান উদ্দিন প্রধানের আদালতে সোর্পদ করা হলে শিশু হোসাইনকে হত্যা করেছে মর্মে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ঘাতক শাহেনা বেগম ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,  মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকাল প্রায় সাড়ে ৪টায় উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত আমির খানী গ্রামের ফয়েজ আহমেদের স্ত্রী শাহেনা বেগম পারিবারিক কলহের জের ধরে দেবর ফরহাদ মিয়া (২৮)’র শিশু পুত্র হোসাইনকে ঘুমন্ত অবস্থায় মুখে আঙ্গুল দিয়ে হত্যা করে ।  
এসময় শিশু হোসাইন এর মা ঘরের বাইরে কাজ করছিলেন। এসে দেখেন শিশু হোসাইন অচেতন অবস্থায় পড়ে রয়েছে। সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এ ঘটনায় বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এ দিন রাতেই ওসি (তদন্ত ) প্রজিত কুমার দাস এর নেৃতৃত্বে  একদল পুলিশ অভিযান চালিয়ে কুণ্ডুরপাড় এলাকা থেকে শাহেনা বেগমকে গ্রেফতার করেন। 
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ২ ভাইয়ের মধ্যে নানা কারণে পারিবারিক কলহ চলছিল। মূলত এরই জের ধরে চাচী শাহেনা বেগম শিশু হোসাইনকে হত্যা করে মর্মে আদালতে স্বেচ্ছায় স্বীরোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অভিযোগ পাওয়ার পরই খুব গুরুত্বসহকারে দেখছে পুলিশ।


Related Articles

Back to top button
Close