এক মানবিক ইউপি চেয়ারম্যান প্রার্থী খাইরুল বাশার সুহেল

হবিগঞ্জের সংবাদ অনলাইন ডেস্ক : বানিয়াচং উপজেলার ১নং ইউপি চেয়ারম্যান প্রার্থী খাইরুল বাশার সুহেল এর জনপ্রিয়তা দিকে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে!! বানিয়াচং ১নং ইউপি সাধারণ জনগণের প্রিয় মূখ হিসাবে মনে করেন সচেতন মহল।
গরিবের বন্ধু নিঃস্বার্থ সমাজ সেবক, জনদরদি হিসেবে ভোট চেয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নে সর্বস্তরের জনগণের কাছে দিন-রাত ছুটে যাচ্ছে খাইরুল বাশার সুহেল।
তবে বর্তমানের করোনা সংকটে সেই জনদরদিদের অনেকের সাড়া শব্দ কম। অনেকে ফোনই ধরেন না। কারো কারো ফোন বন্ধ। অনেকে নিজ এলাকা ছেড়ে বাস করেন শহরের অট্টালিকাতে। কেউ কেউ ঘুম থেকে উঠেন সকাল ১০টা/১১টার দিকে।
তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী এক মানবিক চেয়ারম্যানের প্রার্থীর দেখা মিললো হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নে। তিনি হলেন বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সাবেক শিক্ষিক ।
রাতের আধাঁরে জাতি বর্ণ ভুলে, কর্মহীন হয়ে পড়া ও সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে ১নং ইউনিয়নের গ্রামাঞ্চলের অভাবীদের ঘরে-ঘরে খাদ্যসামগ্রী নিয়ে প্রতিদিন ছুটে চলতেন একজন মানবিক ইউপি চেয়ারম্যান প্রার্থী খাইরুল বাশার সুহেল ।