শ্রীমঙ্গলে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল( মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হল ‘সম্প্রীতির সমাবেশ। ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (৩০অক্টোবর) সকাল ১১টায় শহরের পেট্রোল পাম্প চত্বরে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক সফল চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ানম্যান ভানু লাল রায়।
সম্প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি ডাঃহরিপদ রায়। শ্রীমঙ্গল সার্কেল এ এসপি শহিদুল হক মুন্সি, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম উর রসিদ তালুকদার,এই সম্প্রীতির সমাবেশে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে।