দেশজুড়ে
প্রিন্ট করুন
হবিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

এমএ হাকিম, হবিগঞ্জ প্রতিনিধি। হবিগঞ্জ পৌরশহরে গলায় ফাঁস দিয়ে মৃত সামছুল মিয়ার কন্যা রোজিনা আক্তার (১৪) নামের এক কিশোরীর আত্মহত্যা করেছে।
আজ রোববার শহরের সুলতান মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ঘরের দরজা বন্ধ করে পরিবারের অগোচরে তীরের সাথে গলায় ফাঁস দেয়।
পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারনে সে আত্মহত্যা করেছে পরিবারের কেউ বলতে পারেনি।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এস আই মজিবুর রহমান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।