দেশজুড়ে

বানিয়াচংয়ে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শফি গ্রেফতার

প্রিন্ট করুন

হবিগঞ্জ সংবাদ অনলাইন ডেস্ক।

বানিয়াচংয়ে র‌্যাব-৯, সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্প একটি টিম অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ১ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে৷

আজ (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল প্রায় ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে বানিয়াচং উপজেলা সদরের ১নং ইউনিয়নের বড় বাজার ব্রাক ব্যাংকের এটিএম বুথের সামনে পাকা রাস্তার উপর হতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে৷

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের লম্বাবগি গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র আহমদ শফি (৩০)।

গ্রেফতারকৃত আসামীকে এবং উদ্ধারকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করে বিকালে বানিয়াচং থানায় হস্তান্তর করেছে র‌্যাব৷


Related Articles

Back to top button
Close