দেশজুড়ে

বানিয়াচংয়ে বিশেষ অভিযানে ১৪ আসামি গ্রেফতার

প্রিন্ট করুন


সাজ্জাদ বিন লাল, বানিয়াচং প্রতিনিধি,হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৪ আসামি গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করছে পুলিশ। 
গতকাল রবিবার দিবাগত রাত ব্যাপি অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং  সার্কেল পলাশ রঞ্জন দে দিকনির্দেশনায় এবং বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে ও বানিয়াচং থানায় কর্মরত এসআই মোহাম্মদ মহিন উদ্দিন, এএসআই মোঃ তোহা ও এএসআই রিমল ঘোষ সংগীয় ফোর্সের সহায়তায়  বিশেষ অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত  পলাতক আসামী বাচ্চু মিয়া (৩৮),  জিআর পরোয়ানাভুক্ত  আসামী বজলু মিয়া (৩৫) ও ডাকাতি মামলার পলাতক আসামী জাহাঙ্গীর মিয়া এবং ধর্তব্য অপরাধ নিবারণকল্পে ১১ (এগার) জন আসামীকে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করে ১৪(চৌদ্দ) জন আসামীকে গ্রেফতার পূর্বক আজ বিকালে সাড়ে ৩টায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।উল্লেখ্য, উপজেলা সদরের থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা, মারামারি রোধকল্পে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মোঃ নজরুল ইসলাম তালুকদার মোবাইল ০১৭৫০৩২৫৪৫৯


Related Articles

Back to top button
Close