বানিয়াচংয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে মুসল্লির মৃত্যু

সাজ্জাদ বিন লাল/মোবাশ্বির আহমদ,
বানিয়াচং। বানিয়াচংয়ে ঈদের নামাজ পড়তে গিয়ে মসজিদের ছাঁদে বিদ্যুতের তারে সাথে জড়িয়ে পাথারিয়ার গ্রামের সবুজ মিয়ার পুত্র শাহানুর মিয়া (২৭) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।আজ বুধবার, (২১ জুলাই) সকালে উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের নয়া পাথারিয়া গ্রামের জামে মসজিদে এ দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করতে পরিবারের সবার সাথে গ্রামের মসজিদে যায় শহিনুর। দু’তলা বিশিষ্ট মসজিদের ছাদে গেলে বিদ্যুৎ সংযোগ থাকা লোহার রডে স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরে।
এলাকাবাসী উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্য(তদন্ত) প্রজিত কুমার দাস’র কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।