বানিয়াচংয়ে কাপড় ব্যবসায়ীর অপকর্ম মধ্যস্থতায় মুক্তি
স্টাফ রিপোর্টারঃ-বানিয়াচংয়ে নারীর সাথে অপকর্ম করতে গিয়ে গৌতম চন্দ্র পাল কানাই (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীকে আটক করেছে জনতা।পরে উত্তম মধ্যম দিয়ে মধ্যস্থতাকারীর মাধ্যমে মুক্তি পায় ওই ব্যবসায়ী।
সম্প্রতি বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে নানা গুঞ্জন।
ঘটনাটি ঘটে উপজেলার ২নং ইউনিয়নের বড় সড়ক নামকস্থানে।
অপকর্মকারী কানাই ৪নং ইউনিয়নের মাদারিটুলা গ্রামের ক্ষীতিশ চন্দ্র পালের পুত্র এবং স্থানীয় বড় বাজারের নারায়ন বস্ত্র বিতানের স্বত্বাধিকারী।
জানা যায়,উপজেলার ইনাতখানী গ্রামের জৈনক তিন সন্তানের জননী এক মুসলিম নারীকে নিয়ে উপজেলার উত্তরের হাওর বড় সড়কে ঘুরতে গিয়েছিলেন দুশ্চরিত্র লম্পট কাপড় ব্যবসায়ী কানাই।এসময় তারা হাওরের নির্জনস্থানে অপকর্মে লিপ্ত হওয়ার প্রস্তুতিকালে জনতার হাতে পাকড়াও হন।পরে জনতা ওই নারী এবং কাপড় ব্যবসায়ী কানাইকে উত্তম মধ্যম দিয়ে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ছেড়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বড় সড়ক গ্রামের একব্যক্তি জানান,ওরা দুইজন দুই এলাকার।একজন মুসলিম অন্যজন হিন্দু।তারা অপকর্মে লিপ্ত হওয়ার প্রস্তুতিকালে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়।
এব্যাপারে জানতে অভিযুক্ত গৌতম চন্দ্র পাল কানাইর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে,বিষয়টি তিনি অস্বীকার করেন।
তবে মধ্যস্থতাকারীরা ঘটনার সত্যতা স্বীকার করেন।