বানিয়াচংয়ে অসহায় দরিদ্রদের মাঝে সরকারী অর্থ সহায়তা প্রদান

সাজ্জাদ বিন লাল,
হবিগঞ্জের বানিয়াচংয়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে সরকারী অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮জুলাই) সকাল ১১ টায় বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্র মানুষের মাঝে সরকারী অর্থ নগদ ৫০০ টাকা করে মোট ২৭৮ জন কে সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, ১নং উত্তর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, হবিগঞ্জের সংবাদ এর সম্পাদক নজরুল ইসলাম তালুকদার সহ বিভিন্ন মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
অর্থ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বলেন, বর্তমান পরিস্থিতি হলো একটি যুদ্ধে ন্যায়, তাই এই বৈশ্বিক মহামারী করোনার বিরুদ্বে সচেতনতা সৃষ্টি করতে হবে। নিজে সচেতন ও অন্যকে সচেতন করতে হবে।
তিনি আরো বলেন, বানিয়াচং উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিটা এলাকার অসহায় মানুষদের সাহায্যের অর্থ প্রদান করা হবে।