বানিয়াচংয়ের সড়কে বৃক্ষরুপন করলেনপুলিশ সুপার মোহাম্মদ উল্লা

সাজ্জাদ বিন লাল / জয়নাল মিয়া, বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহা সড়কেরকালারডুবা থেকে থানা ভবন পর্যন্ত ৩ শতাধিক ঔষধ, ফলজী ও কাঠসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়েছে।
আজ(৬ জুলাই) মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ উল্লার অর্থায়নে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদউল্লাহ(বিপিএম,পিপিএম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন,ওসি তদন্ত প্রজিত কুমার দাস,৮নং ইউপি চেয়ারম্যান শাহ আরেফিন সেলিম,১০ নং ইউপি চেয়ারম্যান জয় কুমার দাস ও হবিগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি সুরুজ আলী প্রমূখ। বক্ষরোপনের মধ্যে কৃষ্ণচুরা, সোনালু, কাঞ্চন, একাশি, শিল কড়ইসহ নানান জাতের ঔষধি, ফলজ ও কাঠের গাছ লাগানো হয়।