দেশজুড়ে

নবীনগরে আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রিন্ট করুন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের নবগঠিত নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। মঙ্গলবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজারের নিউওয়ে ওয়ালী আহাম্মদ চেয়ারম্যান প্লাজার সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান তারা। জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হারুনূর রশিদ, আবুল হোসেন তনু, নাছিম সরকার, আব্দুল কুদ্দুস, খোরশেদ আলম, আব্দুল কাদির সরকার, যুবলীগ নেতা মাজহারুল হক চঞ্চল সরকার, বিল্লাল হোসেন, মনির হোসেন, নাছির উদ্দিন, সুমন খান সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের আরো বহু নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হারুনূর রশিদ বলেন- আওয়ামীলীগের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে দলে অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের দিয়ে গত ১৬ ই জুন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির ঘোষণা হবার পর থেকেই সোস্যাল মিডিয়াসহ সর্বমহলের নবগঠিত এই আহবায়ক কমিটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিতর্কিত, অযোগ্য, সুবিধাবাধী, নব্য অনুপ্রবেশকারী এবং বিগত স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থানকারী, অন্যদল থেকে আগতদের সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং জৈষ্ঠ্যতার তোয়াক্কা না করে এ কমিটি গঠিত হয়েছে। এতে প্রকৃত ও ত্যাগী নেতাকর্মী এবং দলের সমর্থকদের মধ্যে চরম হতাশা স্থবিরতা এবং নিষ্ক্রিয়তা দেখা দিয়েছে। কমিটিতে ত্যাগী ও বিগত স্থানীয় নির্বাচনে যারা নৌকার পক্ষে যারা কঠোর ভাবে অবস্থান করেছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তিনি স্থানীয় সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এবং সাধারন সম্পাদক এম এ হালিম সহ সকল সিনিয়র নেতৃবৃন্দের নিকট জিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করতে অনতিবিলম্বে এই বিতর্কিত এবং অগ্রহণযোগ্য আহবায়ক কমিটি স্থগিত বা বাতিল করে পূনরায় যুগোপযোগী ও সর্বজন গ্রহণযোগ্য একটি কমিটি উপহার দিয়ে নেতাকর্মী ও সমর্থকদের হতাশা নিষ্ক্রিয়তা লাঘব করার আহব্বান জানান। এছাড়াও অনতিবিলম্বে এই আহবায়ক কমিটি স্থগিত বা বাতিল না করা হলে কঠোর আন্দলনের হুশিয়ারি দেন উপস্থিত আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।


Related Articles

Back to top button
Close