বাহুবল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।
বাহুবল উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুন) দুপুর ১২টায় বাহুবল অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ডাঃ আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফুদ্দিন লিয়াকত, মূফতি মাওলানা তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, আনসার ইন্সট্রাক্টর আফসানা আনজুম, ডাঃ বেনু দেব, নীহার রঞ্জন দেব, প্রমুখ