দেশজুড়ে

সিলেট-৩ আসনের ভোট ২৮ জুলাই- নৌকার প্রার্থী প্রবাসী হাবিব

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ ডেস্ক।

সিলেট-৩ আসনে উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক এবং সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।

আজ শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাঁকে দলীয় প্রার্থী মনোনীত করা হয় বলে হাবিব নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাবিবুর রহমান হাবিব লিখেন, “আলহামদুলিল্লাহ , সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের।”

সিলেট-৩ আসনে দলের মনোনীত প্রার্থী হাবিবকে ট্যাগ করে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ফেসবুকে লিখেন “অভিনন্দন সিলেট-৩ আসনের নৌকার কান্ডারী প্রিয় বন্ধু হাবিবুর রহমান হাবিব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ তরুণ উদীয়মান নেতা হাবিবুর রহমান হাবিবকে সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্যে। দীর্ঘদিন রাজপথে থেকে মানুষের কল্যাণে কাজ করার পুরষ্কার দিলেন জননেত্রী শেখ হাসিনা।”

এ আসনে নৌকা চেয়েছিলেন ২৫ প্রার্থী। তাঁরা হলেন- দলের টানা তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনর (বিএমএ) মহাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর (কয়েস) সহধর্মিনী ফারজানা সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট জেলার পিপি ও সাবেক ছাত্রনেতা এডভোকেট নিজাম উদ্দিন, জেলার যুগ্ম সম্পাদক কবির উদ্দিন আহমদ, দলের যুক্তরাজ্য শাখার সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা দেওয়ান গৌছ সুলতান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, ম্যানচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি ব্যবসায়ী এনাম উল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ, দলের দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি ও স্বাধীনতা পরবর্তী সময়ে সিলেটের প্রথম করদাতা বীরমুক্তিযোদ্ধা সাইফুল আলম, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও এটিএন বাংলার সিলেট ব্যুরো চীফ শাহ মুজিবুর রহমান জকন, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, যুবলীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট আব্দুর রকিব মন্টু, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান শাহিন ও এম সদরুল আহমেদ খাঁন, স্কোয়াড্রন লিডার (অব.) সাদরুল আহমেদ খাঁন, সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ, ইস্ট লন্ডন যুবলীগের সভাপতি হোসাইন আহমদ ও শ্রমিক লীগ নেতা শামীম ইকবাল।

উল্লেখ্য যে, সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১৪ জুলাই। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন তারিখ পরিবর্তন করায় এখন এই আসনে ভোট হবে ২৮ জুলাই।


Related Articles

Back to top button
Close