দেশজুড়ে
প্রিন্ট করুন
নবীগঞ্জে সাজন মিয়া সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

ইতি দেব নাথ,নবীগঞ্জ প্রতিনিধি। নবীগঞ্জে প্রতিবারের ন্যায় এবারেও সাজন মিয়া চৌধুরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গরিব-অসহায় মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেছে।
গতকাল সোমবার দুপুর দেড় টায় নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বুরহানপুর,কটকাপাড়া এলাকার ৬শতাধিক গরিব-অসহায় মানুষের মাঝে মরহুম সমছু মিয়া চৌধুরীর পরিবারের অর্থায়নে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ উপস্থিত থেকে নতুন শাড়ি, লুঙ্গি, থ্রি পিস ইত্যাদি ঈদ বস্ত্র বিতরণ করেছেন।