দেশজুড়ে
প্রিন্ট করুন
বানিয়াচংয়ে বজ্রপাতে নিহত ২জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

সাজ্জাদ বিন লাল,
বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন ও ১০নং সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে বজ্রপাতে নিহত ২টি পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
রোববার (৯ মে) বিকালে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক তহবিল থেকে জেলা প্রশাসক ইশরাত জাহান এর মাধ্যমে এ অনুদানের টাকা ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পিআইও মলয় কুমার দাশ ও ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন।
উল্লেখ্য, সম্প্রতি বজ্রপাতে এক কিশোরী ও এক কৃষাণী মারা গেছেন।