দেশজুড়ে

বানিয়াচংয়ে মুমূর্ষু রুগীর চিকিৎসার জন্য নগদ টাকা প্রদান

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচংঃ

বানিয়াচংয়ে মুমূর্ষু রুগী নিকুঞ্জ রানী সরকারের চিকিৎসার জন্য নগদ চল্লিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বানিয়াচং উপজেলার ১ নং ইউনিয়নের দত্ত পাড়া গ্রামের মোহন লাল সরকার ( ৭০)র স্ত্রী নিকুঞ্জ রানী সরকার (৪৫) দীর্ঘদিন যাবত পেটে টিউমার জ্বনিত কারনে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে বিছানায় পরে আছেন।

স্বামী মোহন লাল সরকার পেশায় একজন মৎসজীবি ছিলেন, ২ ছেলে ও ২ মেয়ে নিয়ে অনেক সুখে শান্তিতেই কাটছিলো তাদের সংসার, এক পর্যায়ে স্বামী মোহনলাল সরকারের কর্ম ক্ষমতা কমে অর্থাৎ বয়স বেড়ে গেলে পরিবারের হাল ধরতে এগিয়ে আসেন স্ত্রী নিকুঞ্জ রানী, তিনি রাস্থায় (রিউপা) সংস্থার মাটির কাজ করে পরিবারের হাল ধরেন এবং অনেক কষ্টে দুই মেয়ের বিয়ে দেন।

দুই ছেলের মধ্যে বড় ছেলেকে বিয়ে করান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, নিকুঞ্জ রানী অসুস্থ হয়ে গেলে ছেলের বউয়ের ছলনায় পরে বড় ছেলে ও বউ নিয়ে মা বাবাকে ছেড়ে চলে যায়।

অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে স্বামী মোহনলাল সরকার বিভিন্ন ভাবে চেষ্টা করেন। অবশেষে সমাজের অনেক বিত্তবানদের কাছে হাত পাতেন অনেকের পরামর্শে। সামান্য কিছু টাকা নিয়ে তিনি অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য সিলেটের এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে বিশেষজ্ঞ ডাক্তার গন বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা করে রোগীর পেটে টিউমার আাছে বলে জানিয়েছেন। গুরুতর অসুস্থ অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে উনার চিকিৎসায় সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন, নাম প্রকাশে অনিচ্ছুক বানিয়াচঙ্গের কৃতিসন্তান।

আমেরিকান প্রবাসী সেই কৃতিসন্তান উনার আত্মীয় স্বজন সহ অনেকের সাথে বিষয় টি নিয়ে আলোচনা করার পরে উনারা বিশেষ গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করেন এবং অসুস্থ মহিলার চিকিৎসার জন্য নগদ ৪০,০০০ (চল্লিশ হাজার টাকা) সহায়তা প্রদান করেন।

উনাদের দেওয়া নগদ চল্লিশ হাজার টাকা আজ ০৫/ ০৫/২০২১ ইংরেজি বিকাল ৪ ঘটিকায় অসুস্থ নিকুঞ্জ রানী সরকারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সায়েম হাসান (পুলক) সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব, সাংবাদিক মাজহারুল ইসলাম অপু, সেচ্ছা সেবী জুবায়ের খান, মিনহাজ উদ্দিন, সেবুল মিয়া, সৈকত লস্কর গীতিকার মুজাহিদ আলম সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।


Related Articles

Back to top button
Close