বানিয়াচং শায়খ আবু নছর কোরাইশী মাদরাসার শিক্ষার্থী মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

সাজ্জাদ বিন লাল, বানিয়াচংঃ
বানিয়াচং শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসার শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
২৮ এপ্রিল রোজ বুধবার অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আশিকুর রহমান কোরাইশী এবং ইংল্যান্ড প্রবাসী অন্যান্য শুভাকাঙ্খীবৃন্দের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদরাসার একাডেমিক ও হিফজ বিভাগের সর্বমোট ১৪৫ জন শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
গত বছরও আশিকুর রহমান কোরাইশী ও প্রবাসী শুভাকাঙ্খীদের সহযোগিতায় করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ৪ দফায় খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
ইংল্যান্ডে লকডাউন ও কর্মহীন থাকার পরও এই সংকটময় পরিস্থিতিতে এলাকার মানুষের কথা স্মরণ রাখা ও তাদের পাশে থাকায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মাদরাসা কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীসহ সর্বসাধারণ তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁদের সুস্বাস্থ্য, নেক হায়াত কামনা করেন।
এসময় শায়খ আবু নসর কোরাঈশী দাখিল মাদরাসার শিক্ষকমণ্ডলী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।