দেশজুড়ে
প্রিন্ট করুন
সাপে বরে,রিয়াজুল করিম

টাকার গন্ধে ঘুরছে সবাই
আমলা নেতা মিডিয়া,
কেমনে করে বলি তোকে
মরলি করে পরকীয়া।
মামলা এবার বিশাল বড়
সিস্টেম করতে হবে,
এক মামলায় গাড়ী বাড়ী
কিসের কথা তবে?
মোল্লা করলে জাত থাকেনা
শিল্পপতির লীলা,
কেমন করে খেলছো বিবেক
টাকা কড়ির খেলা?
টাকায় মুখে দিলো কুলুখ
নাকি নিজের মতো,
অনেক কিছু শিখে নিলাম
বাঁচলে শিখবো কত?
লাজ লজ্জা মান সম্মান
ওসব বালাই ষাট,
মোটা মুলায় চুপ থাকবি
মোল্লা পেলে কাট!
এক দেশেতে দুইটি নিয়ম
দারুন স্লোগান,
পাপিয়া খুলবে মেয়ের দোকান
মিডিয়া বাজায় গান।
কোথায় ও’রে মুন্নী রূপা
ধুপ জ্বালিয়ে আন,
ডিগ্রী এবার বাড়লো তোদের
দিবি গাঁজায় টান।
চুলকানি কি থেমে গেলো
নাকি ঝান্ডু বাম?
বন্ধু তোমার টাকার কুমির
তাই করেছে কাম।
হিসাব নিকাশ করতে থাকো
ভাগে কেমন পড়ে,
চুপ থেকেনো ঘরের কোনে
এবার সাপে বরে।