প্রবাস জীবন,মোশাররফ করিম দিদার

প্রবাস স্বেচ্ছায় নিজ বাকশক্তি হারানো!
কোনোরূপ ক্রুটি-বিচ্যুতি হলেই, অন্যের ভাষা শ্রবণ।
প্রবাস হৃদয় প্রেমের ঢেউ;
সে ঘরে প্রেমের কবিতা আবৃত্তি করা।
প্রবাস ভীষণ ভাবনায় আতঙ্কে থাকা,
বিধ্বস্ত পাখির ন্যায় সারাক্ষণ চট-পট করা।
প্রবাস ক্লান্ত অবসন্ন শরীরে,
অন্যের চিন্তায় সর্বক্ষণ মগ্ন।
প্রবাস তীব্র ক্ষুধা ব্যাথা স্বাস্থ্য অবনতি!
মৃদু ক্ষীণ হেঁসে, উচ্চ কন্ঠস্বরে বলা মা আমি ভালোই আছি।
প্রবাস বুক হাজারো ব্যাঘাত কষ্ট ;
অভয় সঞ্চয় ব্যক্তি।
প্রবাস হৃদয় অগাধ অনুভব প্রখর ব্যাথা,
নিরব, নিস্তব্ধ প্রবল প্রহার করা।
প্রবাস জীবন অন্যের অধীভূক্তি,
একাকী নয়ন জল বুকে মুষলধারা বৃষ্টি।
প্রবাস নবীন ভাষা প্রচলন অজ্ঞ,
অন্তত দিবারাত্রি অনাহারে থাকা।
প্রবাস নি:সঙ্গ সোনালী যৌবন অতিবাহিত,
দৃঢ় বিরহ, যন্ত্রণায়, হৃদয়রাজ্য ভেঙ্গে চৌচিত; মন সান্ত্বনা দেওয়া।
প্রবাস বিচ্ছেদ, ভুক্তভোগী, চিন্তা-চেতনা উপলব্ধি,
হাজারো ব্যাঘাত কষ্টে একা জীবনযোদ্ধা।
প্রবাস ব্যক্তিদ্বয় রবের নিকট অবিচল অাস্থাবাদী।
প্রবাস এক বুক সুর্বণ স্বপ্ন বাঁধা,
নি:সন্দেহ গাঢ় বিশ্বাস পরিবারে অর্থ দেওয়া।
প্রবাস বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন ছেড়ে,
সুদূর অচিন দেশ গমন।