অসহায় মেধাবী ছাত্রের পাশে বিশ্ব প্রবাসী কল্যান পরিষদ

সুজন মিয়া,বানিয়াচং।। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব প্রবাসী কল্যান পরিষদের পক্ষ থেকে কাওসার নামে এক অসহায় মেধাবী ছাত্রকে ফরম ফিলাপের অর্থ এবং সাংবাদিক আকিকুর রহমান রুমনের প্রচেষ্টায় একমাসের খাদ্য প্রদান করা হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) বিকালে উপজেলার মজলিশপুর গ্রামের অসহায় মেধাবী ছাত্র কাওসারের হাতে ফরম ফিলাপের নগদ অর্থ এবং একমাসের খাদ্য তুলে দেয়া হয়।
জানা যায়,টাকার অভাবে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে পারছিলোনা মজলিশপুর গ্রামের মা বাবা হারানো এতিম মেধাবী ছেলে কাওসার। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জানাজানি হলে ওই অসহায় কাওসারের পাশে সাংবাদিকদের মাধ্যমে সাহায্যের হাত বাড়ান বিশ্ব প্রবাসী কল্যান পরিষদের সভাপতি আশরাফ হুসেন খান সুমন ও সাধারন সম্পাদক সাইফুল আমিন।
অপরদিকে সাংবাদিক রুমনের প্রচেষ্টায় ওই ছাত্রের পরিবারকে একমাসের খাদ্য প্রদান করা হয়েছে।
বিশ্ব প্রবাসী কল্যান পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ প্রদানকালে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন,বানিয়াচং সাংবাদিক ফোরামের সভাপতি ফরহাদ হোসেন সুমন,সাধারন সম্পাদক আকিকুর রহমান রুমন,সাংবাদিক সুজন মিয়া,আলমগীর রেজা,আক্তার হোসেন আলহাদী,শিক্ষক ইফতেখার উদ্দিন,সাজ্জাদ বিন লাল প্রমূখ।