দেশজুড়ে

বানিয়াচংয়ে ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষিযন্ত্র বিতরণ

প্রিন্ট করুন


সাজ্জাত বিন লাল/ মোবাশ্বির আহমদ, বানিয়াচং ।  হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সরকারী ভাবে ৭০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেষ্টার নামের কৃষি ধান কর্তন মেশিন ও মাড়াইয়ের সমন্বিত মেশিন বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮এপ্রিল) দুপুর আড়াইটায়  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত  উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  আবুল কাসেম চৌধুরী, ফারুক আমীন,হাসিনা আক্তার,শাহজাহান মিয়া, মলয় কুমার দাশ, সুদীপ দেব, চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমূখ। 
এ ব্যাপারে কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক জানান,চলতি বছরে ৭০ শতাংশ  ভর্তুকিতে কৃষিযন্ত্র বিতরণের প্রথম ধাপে ৪ জন কৃষককে ৪টি  কম্বাইন হারভেষ্টার মেশিন মাত্র ১১ লক্ষ ৯০হাজার টাকা দিয়ে মেশিন বিতরন করা হয়েছে। এটি দিয়ে একই সাথে ধান কাটা,মাড়াই ও ঝাড়াইয়ের কাজ শেষে বস্তাবন্দী করা যায়।তিনি আরও জানান,বেসরকারিভাবে একটি মেশিনের মূল্য ৩১লক্ষ ৫০হাজার টাকা। সরকার কর্তৃক  ভর্তুকির ১৯লক্ষ ৬০ হাজার টাকা সহায়তা দেওয়ার কারনে কৃষককে দিতে হচ্ছে মাত্র ১১লক্ষ ৯০হাজার টাকা।


Related Articles

Back to top button
Close