খেলাধুলা

বানিয়াচংয়ে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং

বানিয়াচংয়ে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান মহোদয় বলেছেন, খেলা-ধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ।

শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন। স্বাস্থ্যসচেতন মানুষেরা হাজারও ব্যস্ততার মাঝেও শরীর ও মনকে চাঙ্গা করার জন্য নিয়মিত খেলাধুলা করেন। খেলাধুলা মানুষের ভেতরে একটি প্রশান্তি এনে দেয়, এনে দেয় ভারসাম্যও।

আমি মনে করি খেলাধুলা সবার জন্য। স্কুলজীবনের শুরু থেকেই মাঠে যাওয়া উচিত, খেলা উচিত। পুরো জাতিকে খেলোয়াড় বানানোর কথা বলছি না। আমি বলছি সুস্থ থাকার কথা। খেলাধুলাই পারে একটা সুস্থ জীবন দিতে।

তাই মাঠে নামতে হবে, খেলতে হবে। অনেক ছেলেমেয়েকে দেখি আইপড, ল্যাপটপে ভিডিও গেমস নিয়ে মেতে থাকে। কিন্তু ঘরে বসে স্রেফ আঙুলের ব্যায়াম করলে তো হবে না। এই শক্তিটা মাঠে ব্যয় করা উচিত।

কারণ খেলাধুলা শুধু সুস্থতাই দেয় না, সুখও দেয়। আমরা পুরো জাতি খেলোয়াড় হতে পারব না। কিন্তু একটা সুখী জাতি তো আমরা হতেই পারি। তাই সমাজের বিত্তবানদের খেলা ধুলার প্রতি এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

যারা এই খেলার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা বিজয়ী হতে পারেননি তাদের প্রতি রহিল শুভ কামনা।

৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে মুজিব শতবর্ষ উপলক্ষে বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধনী খেলায় প্রধান অতিথি বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান মহোদয় উপরোক্ত কথা গুলো বলেছেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ রানা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাশেম চৌধুরী ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মাস্টার, ইউনিয়ন চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ইউনিয়ন চেয়ারম্যান রেখাছ মিয়া, ইউনিয়ন চেয়ারম্যান এরশাদ আলী, ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।


Related Articles

Back to top button
Close