হবিগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের অপেক্ষায় ৭৮৭ পরিবার

নিজস্ব প্রতিনিধি। হবিগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের অপেক্ষায় ৭৮৭টি গৃহহীন পরিবার।
আজ ২৩ জানুয়ারি প্রথম ধাপে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘর পাচ্ছেন ৩২৫টি পরিবার । দ্বিতীয় ধাপে ঘরেরও নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। আর প্রতিটিতে পরিবহন ব্যয় হিসেবে দেয়া হয়েছে আরও ৪ হাজার টাকা। ঘরগুলো ইতোমধ্যেই প্রস্তুত হয়ে উঠছে।
তিনি বলেন, ২৩ জানুয়ারি প্রথম ধাপে ৩২৫টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাকিগুলোর কাজ শেষ হতে আরও কিছু সময় লাগবে। সুবিধাভোগীদের কাগজপত্রও প্রস্তুত করা হচ্ছে। আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো জানান, সর্বমোট প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ওই হিসেবে প্রথম ধাপের ৪৫২টি ঘরের জন্য মোট বরাদ্দ দেয়া হয় ৭ কোটি ৯১ লাখ টাকা।
আর দ্বিতীয় ধাপের ৩৩৫টি ঘরের জন্য মোট বরাদ্দ দেয়া হয় ৫ কোটি ৮৬ লাখ ২৫ হাজার টাকা। সর্বমোট বরাদ্দ দেয়া হয় ১৩ কোটি ৭৭ লাখ ২৫ হাজার টাকা। যার মধ্যে শুধু ঘর নির্মাণের জন্য ১৩ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকা। আর পরিবহন ব্যয় বাবদ দেয়া হয় ৩১ লাখ ৪৮ হাজার টাকা।