দেশজুড়ে
প্রিন্ট করুন
হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মধ্য শীতবস্ত্র বিতরণ

সাজ্জাদ বিন লালঃ
হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মধ্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (২৬ ডিসেম্বর) শনিবার বিকেল ৩ টায় ৩০ মিনিটে বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি বাজারে দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীত বস্ত্র বিতরণ কালে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম ও পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ছোয়াদ আলী, এডভোকেট হামিদসহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।