দেশজুড়ে

হবিগঞ্জে ৩ দিন বন্ধ থাকবে সকল পরিবহণ

প্রিন্ট করুন

সাজ্জাত বিন লাল।

সিলেট জেলার সকল পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে ৭২ ঘন্টা পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের সাথে একাত্বতা পোষণ করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক।

তিনি জানান, আগামীকাল ২২ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬ টা থেকে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। উক্ত সময়ে সব ধরনের গণ পরিবহণ ও পণ্য পরিবহণ বন্ধ থাকবে।

এদিকে, ধর্মঘটের সাথে একাত্বতা পোষণ করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়। এর ফলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন সার্ভিসসহ হবিগঞ্জ মটর মালিক গ্রুফের আওতাধীন সবধরণের গণপরিবহন বন্ধ থাকবে।

প্রসঙ্গত, প্রায় এক বছর ধরে সিলেট বিভাগের অধিকাংশ পাথর কোয়ারী বন্ধ রয়েছে। ফলে এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১২ লক্ষ শ্রমিক মানবেতর জীবন-যাপন করছেন।


Related Articles

Back to top button
Close