স্যার ফজলে হাসান আবেদের আজ প্রথম মৃত্যু বার্ষিকী

হবিগঞ্জের সংবাদ ডেস্ক। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর ১ম মৃত্যু বার্ষিকী আজ। ২০১৯ সালের এ দিনে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কামালখানী গ্রামে ঐতিহ্যবাহী হাসান মঞ্জিলে জন্ম গ্রহণ করেন। তিনি বৃটেনে অ্যাকাউন্টিং বিষয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া ১৯৬২ সালে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হিসেবে উত্তীর্ণ হন। ২০১০ সালে তিনি বৃটেনের রাণী কর্তৃক নাইট উপাধীতে ভূষিত হন। তা ছাড়াও পৃথিবীর অনেক বড় বড় পুরস্কার পেয়েছেন স্যার ফজলে হাসান আবেদ। মুক্তিযুদ্ধের সময় তিনি বৃটেনে দেশের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশ স্বাধীনের পর যুদ্ধ বিধ্বস্ত দেশকে দারিদ্রতা দূরীকরণ অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে দাঁড় করাতে প্রতিষ্ঠা করেন এনজিও ব্র্যাক। ব্র্যাক বর্তমানে পৃথিবীর ১২টি দেশে কাজ করছে। স্যার ফজলে হাসান আবেদ এর জীবন চেতনা ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে ব্র্যাক ও ব্যাক ইউনিভার্সিটির পক্ষ থেকে অনলাইনে ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আমার কণ্ঠ