দেশজুড়ে
প্রিন্ট করুন
বানিয়াচংয়ে পলাতক আসামী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, বানিয়াচং। বানিয়াচং উপজেলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর রাত ২ টা ১৫ মিনিটে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর দিক-নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আব্দুস ছত্তার সংগীয় ফোর্সের সহায়তায় আমিরখানী নিজ গ্রামে অভিযান পরিচালনা করেন।
এই অভিযানে মাদক মামলার ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী কে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, পরোয়ানা ভুক্ত পলাতক আসামী উপজেলা সদরের আমিরখানী গ্রামের সাইফুল মিয়া পুত্র শোয়েব মিয়া (২৫)। আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।