বানিয়াচংয়ে নোংরা পরিস্কার এগিয়ে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন

সাজ্জাদ বিন লাল / আজমল হোসেন খান। “সবুজের লীলা ভুমি আমার এদেশ সুন্দর আগামীর অনন্য- এসো নোংরা পরিস্কার করে গড়ে তুলি আগামি প্রজন্মের জন্য” শ্লোগান কে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠনের কাজ সম্পন্ন করা হয়েছে।
আজ (৪ ডিসেম্বর) শুক্রবার বিকেল ৩ টায় বানিয়াচং কমিউনিটি স্কুলের সামন হতে সাব রেজিষ্টার অফিস পর্যন্ত ময়লা পরিস্কার করেছে বিডি ক্লিন সদস্যরা।
বিডি ক্লিন কার্যক্রমের পূর্বে শপথ বাক্য পাঠ করান বানিয়াচং যুবলীগের সাধারণ সম্পাদক শাহিবুর রহমান।
এসময় যুবলীগের সাধারণ সম্পাদক শাহিবুর রহমান বলেন, যে কাজ টা আমাদের করার কথা ছিল সেটা করে যাচ্ছে সেচ্ছাসেবী সদস্যগণ।
সবাইকে তিনি সাধুবাদ জানিয়ে আরো বলেন, যে কোন প্রয়োজনে সবার পাশে থেকে যে কোন রকম সহযোগীতা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। সাপ্তাহিক দিন মানেই বিডি ক্লিনের কার্যক্রমের ইভেন্ট করা। অনেকেই অপেক্ষা করতে থাকেন সাপ্তাহিক এই বিশেষ দিনটির।
রাস্তার যাবতীয় ময়লা পরিস্কার করে সচেতনতা সৃষ্টি করে বিডি ক্লিন সদস্য। ময়লা পরিস্কারের পাশাপাশি সবাইকে সচেতন করার জন্য হ্যান্ড মাইকিং ও করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাজ্জাদ বিন লাল সহ বিডি ক্লিনের সদস্য বৃন্দ।