সাংবাদিক জীবন আহমেদ লিটন জবস টিভির বানিয়াচং প্রতিনিধি নিযুক্ত

ষ্টাফ রিপোর্টার। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়
পুর্নাঙ্গ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জবস টিভির বানিয়াচং প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেছেন সাংবাদিক জীবন আহমেদ লিটন ।
আজ রবিবার (২৯ নভেম্বর) বিকেলে চ্যানেলটির রাজধানীর কাকরাইল অফিসে তার হাতে নিয়োগ পত্র তোলে দেন চেয়ারম্যান মাসুম চৌধুরী ও পরিচালক উম্মে হাবিবা।
উল্লেখ্য, দৈনিক ভোরের কাগজ, স্থানীয় পত্রিকা দৈনিক প্রতিদিনের বাণীতে কাজ করছেন। এবং জাতীয় অনলাইন দৈনিক অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। তিনি একাধারে একজন সাংবাদিক নেতা হিসেবে দীর্ঘ ৭ বছর বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারীর দায়িত্ব পালন করে বর্তমানে সংগঠনটির সভাপতি হিসেবে রয়েছেন।
সাংবাদিক জীবন আহমেদ লিটন জানান, চাকুরীর মুক্ত বাজারোর শপথ নিয়ে চ্যানেলটি যাত্রা শুরু করায় জনসেবার লক্ষ্যে বানিয়াচংয়ের প্রতিনিধির দায়িত্ব নিয়েছেন।
তিনি আরও জানান, আপাদমস্তক একজন সংবাদ কর্মী হিসেবে নিরপেক্ষ ভাবে কাজ করার লক্ষ্যে দুই বছর আগে রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তিনি দল মতের উর্ধ্বে থেকে সকলের সহযোগিতা কামনা করেন।