দেশজুড়ে
প্রিন্ট করুন
বানিয়াচংয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ আহত ৪

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে। বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পুর্ব ইউনিয়নের মজলিশপুর গ্রামে দুই দলের সংঘর্ষে মজলিশপুর পশ্চিম পাড়ের সমির মিয়ার পুত্র সৌরভ মিয়া(২০) ও অপর পক্ষে ফুলবাগের ইসাক মিয়ার পুত্র ফুলমিয়া (৩০) দিলোয়ার মিয়া (২০)। সংঘর্ষ থামানোর সময় আহত হন প্রতিবেশী ফুলবাগের উরমত উল্লার মেয়ে আমিন বেগম(৩০)। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এসআই আঃ ছাত্তার।
শুক্রবার (২০ নভেম্বর) জুম্মা নামাজ চলাকালিন সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, পুর্ব শত্রতার জের ধরে আজ জুম্মার নামাজের সময় অজু করতে এসে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডায় এক পর্যায়ে এ সংঘর্ষে হয় ।