লাইফস্টাইল

আজমিরীগঞ্জে বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে প্রশাসন

প্রিন্ট করুন

হাবিবুর রহমান রিয়াদ, প্রতিনিধি। আজমিরীগঞ্জ উপজেলায় বাল্য বিয়ে ভেঙ্গে দিয়েছে প্রশাসন। আজ (১৩ নভেম্বর) শুক্রবার বিকালে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খাঁন এর ভ্রাম্যমাণ আদালত সদর ইউনিয়নের বিরাট গ্রামে গিয়ে এ বাল্য বিয়ে ভেঙ্গে দেন।
এ বাল্য বিয়ের আয়োজন করায় বিরাট গ্রামের লেচু মিয়া( ৪৫)কে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে বাল্যবিবাহ আয়োজনে জড়িত থাকবে না মর্মে মুচলেকা রাখা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন এএস আই কামরুল এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।


Related Articles

Back to top button
Close