দেশজুড়ে

হবিগঞ্জে শ্রমিকদের হামলায় শ্রমিক আহত ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে পরিবহন চলাচল বন্ধ

প্রিন্ট করুন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকায় সিএনজি অটোরিক্সার শ্রমিকদের হামলায় বাস শ্রমিক আহত হওয়ার ঘন্টাকে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জের ধরে বিক্ষুব্দ বাস শ্রমিকরা বেরিকেট বাসসহ সকল পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। এ পরিস্থিতিতে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও পরিবহন শ্রমিকদের সূত্র জানায়, হবিগঞ্জ-সড়কে বাসের যাত্রী অবৈধ ভাবে সিএনজিতে উঠানোকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আজ দুপুরে সিএনজি শ্রমিকরা অবৈধ অভাবে যাত্রী উঠাতে চাইলে বাসের শ্রমিকরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে সিএনজি শ্রমিক বাসের কাউন্টারের হটাৎ অতর্কিত হামলা ও ভাংচুর করে। এ সময় বাস শ্রমিক আহাদ মিয়াকে চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে কুপিয়ে আহত করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয় । এ খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। দু’পক্ষের বিষয়টি সমাধানের জন্য দু’পক্ষের শ্রমিকদের সাথে আমরা আলোচনা করছি।


Related Articles

Back to top button
Close