আইন-আদালতদেশজুড়ে

নবীগঞ্জে ভূয়া দুই ডাক্তারকে জেল জরিমানা

প্রিন্ট করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ।
হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলায় ভূয়া দুই হাতুরে ডাক্তারকে আটক করে বিন্ন মেয়াদে কারাদণ্ড লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ (৮ নভেম্বর) রোববার হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের রসুলগঞ্জ নতুন বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে অভিযান চালিয়ে পৌর শহরের জয়নগর গ্রামের প্রেমানন্দ নাথের পুত্র কাজল নাথ (৫৫) ও সদর ৮ নং ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত গিপেশ চন্দ্র দত্তর পুত্র অলক দত্ত (৫৫)কে এ দণ্ডদেশ কার্যকর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

সূত্র জানায়, দুই জনই এমবিবিএস পরিচয় দিয়ে কাজল নাথ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও অলক দত্ত হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের রসুলগঞ্জ বাজারে চেম্বার খোলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন।

আইনশৃঙ্খলা মিটিংয়ের দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
এর ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহিউদ্দিন অভিযান নামেন। এ সময় তাদের কাগজপত্র যাচাই-বাচাই শেষে ভুয়া প্রমাণীত হয়। এ সময় কাজল নাথকে ৩ মাসের ও অলক দত্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ ও নবীগঞ্জ থানার একদল পুলিশ।


Related Articles

Back to top button
Close