দেশজুড়েধর্ম

ফ্রান্সে ইসলামের অবমাননায় মিলন বাজারে বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে

প্রিন্ট করুন

মোঃ মিজানুর রহমান, কাগাপাশা ইউনিয়ন প্রতিনিধি। ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে সারা দেশ ন্যায় মিলন বাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৬ নভেম্বর) শুক্রবার বাদ আসর বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের স্থানীয় মিলন বাজারের দারুল আরকান মাদ্রাসায় নবী প্রেমি বগী,বাতাকান্দী,ধনপুর,লোহাজুরীর উলামায়ে তৌহিদী জনতাদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সম্পন্ন হয়েছে।

মিছিলকারীদের কারও হাতে প্ল্যাকার্ড কারও হাতে ব্যানার, আবার কারও মাথায় ছিলো শ্লোগান সম্বলিত কাপড়। মিছিলকারীরা বলছিলেন ইসলামের নবীর অবমাননা তারা কোনোভাবেই মেনে নিতে রাজি নন। একজন মিছিলকারী বলেন, “যারা নবীর অপমান করেছে তাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে মুসলিমদের কাছে।

আরেকজন বলেন, প্রয়োজনে আমরা শহীদ হবো শেষ রক্ত পর্যন্ত দিতে রাজি আছি, তবু নবীর অসম্মান মানবো না। আসুন সব মুসলিম দেশ এক হয়ে ফ্রান্সের বিচার করুন। ফ্রান্সের সব পণ্য বর্জন করি। আমরা নবীর সম্মানের স্বার্থে জীবন উৎসর্গ করতে রাজি আছি।

বিক্ষোভ ব্যানারে আয়োজিত এসব মিছিলে আনা প্ল্যাকার্ডে কেউ যেমন ইসলামের নবীর পক্ষে শ্লোগান লিখেছেন আবারে অনেকেই তাদের ব্যানার প্ল্যাকার্ডে ফ্রান্সের পণ্য বয়কটের আহবান জানিয়েছেন। তারা বলেছেন তাদের দাবি আসলেই একটিই আর তা হলো ”নবী বা ইসলাম ধর্মে যিনি ”অবমাননা” করেছেন তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।
ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে ফরাসী প্রেসিডেন্ট এর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই ধারাবাহিক নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশের ধর্মপ্রান মানুষ। তবে সমাবেশ থেকে ফ্রান্সের বিরুদ্ধে আরও সোচ্চার ভূমিকা পালনের জন্য বাংলাদেশ সরকারের প্রতিও আহবান জানানো হয়েছে। এবং ফ্রান্স বিরোধী নানা বক্তব্যের সাথে সাথে মুসলিম দেশগুলোকে এক হয়ে ফ্রান্সের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়েছে।


Related Articles

Back to top button
Close