
হবিগঞ্জের সংবাদ। নওগাঁর জেলার মান্দায় বন্ধুর মায়ের সাথে আপত্তিকর অবস্থায় যুবককে বন্দুকে আটক করেছে গ্রামবাসী ।
গতকাল ( ১লা নভেম্বর ) রাত ১০ টায় দিকে গণেশপুর ইউপির সৈয়দপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, আটককৃত যুবক পরানপুর ইউপির দাওইল গ্রামের আজিমুদ্দিন এর পুত্র সাগর মিয়া (৩৫) চকখোপা গ্রামের মানিকুল্লাহ ঘরজামাই। শশুরবাড়ীতে থাকার সুবাদে সৈয়দপুর গ্রামের মৃত কায়তুল্লা ছেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে । যাওয়া-আসার এক পর্যায়ে (বন্ধুর মায়ের) সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে । সম্পর্কের সুবাদে রবিবার রাত ১০ টায় বন্ধুর বিধবা মার সাথে সাগরকে হাতে-নাতে আপত্তিকর অবস্থায় আটক করে। আটকের পর গণধোলাই দিয়ে থানা পুলিশের হাতে সোর্পদ করে।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে থানায় সোর্পদ করেন।