নবীগঞ্জে নিখোঁজ সেজুর মরদেহ উদ্ধার


এম মজিবুর রহমান / ইতি দেব নাথ, নবীগঞ্জ প্রতিনিধি । নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর ধান ক্ষেত থেকে ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের
সাহিদ উল্লাহর পুত্র শিশুক চালক আবিদ উল্লাহ সেজুর (১৮) এর মোবাইল লোকেশনের সূত্র ধরে
মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব তিমিরপুর এলাকায় ধানক্ষেত থেকে উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ।

জানা যায়,গত শনিবার (২৪ অক্টাবর) দুপুরে খাওয়া দাওয়া শেষে সেজু বাড়ি থেকে বের হন। কিন্তু গভীর রাত হলেও ফিরে আসেননি। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন রোববার সেজুর পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। (যার নং ১৩৩৭)।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, নিখোঁজ ডায়েরি পাওয়ার পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে সেজুর সন্ধান চালায়। অবশেষে মোবাইল লোকেশনের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে পূর্ব তিমিরপুর এলাকায় একটি ধান ক্ষেত থেকে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।
তবে তাকে খুন করে লাশটি ধান ক্ষেতের মধ্যে ফেলে দেয়া হয়েছে সেই বিষয়টি নিশ্চিত।
