দেশজুড়ে
প্রিন্ট করুন
আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টমটম শ্রমিকদের মধ্যে সংঘর্ষ


হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি। আজমিরীগঞ্জ উপজেলা শিবপাশা ইউনিয়নের টমটম শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
জানা যায়, শিবপাশায় বেটারী চালিত টমটম শ্রমিকদের একটি পুর্ব আর একটি পশ্চিম স্থানে পৃথক দুইটি কমিটি রয়েছে।
আজ সকালে পশ্চিম দিকের একজন শ্রমিককে পূর্ব দিকের সমিতি’র শ্রমিকরা তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দু সমিতির লোক জনের মধ্যে বাকবিতন্ডায় হয়। এক পর্যায়ে শ্রমিক তার ম্যানেজারের কাছে বিচার প্রার্থী হন। ম্যানাজার বিষয়টি পশ্চিম দিকের ম্যানাজারের বলতে গেলে উত্তেজিত হয়ে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে শিবপাশার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনেন।