বানিয়াচংয়ে পুলিশের উপর হামলা চালিয়ে এক আসামী ছিনতাই
মোঃ জয়নাল মিয়া/ আজমল হোসেন খাঁন, বানিয়াচং থেকে। বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর বাজারে ওয়ারেন্টভূক্ত দুই মামলার পলাতক আসামী গ্রেফতারের পর আসামী পক্ষের লোকজন পুলিশের গাড়ীতে ও পুলিশের উপর অর্তকিত হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ আসামী ছিনিয়ে নিয়ে গেছে।
জানা যায়, গতকাল বুধবার রাতে ওয়ারেন্টভুক্ত দুই মামলার আসামী রমজান মিয়ার পুত্র বুলবুলকে দক্ষিণ সাঙ্গর বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের গাড়ী দিয়ে আসামী নেওয়ার সময় আসামী পক্ষের লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামী বুলবুলকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় এএসআই তোহা, সুহেল রানা, কনষ্টেবল হাতিমুরসহ কয়েকজন পুলিশ আহত হয়। গুরুতর আহত অবস্থায় এসআই তোহাকে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।