দেশজুড়ে

আজমিরীগঞ্জের ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন উপজেলা প্রশাসন

প্রিন্ট করুন

মোঃ হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জে শিবপাশার ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন,উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন।
জানা যায়,টানাবর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সারাদেশের ন্যায় আজমিরীগঞ্জের কুশিয়ারার কালনী, ভেড়ামোহনা ও বশিরা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর পানি উপচে ব্রীজ, কার্লভার্ট, নালা এমনকি রাস্তার উপর দিয়ে সংলগ্ন হাওরে প্রবেশ করেছিল। এতে করে নিম্নাঞ্চলের বসতভিটা বানের পানিতে তলিয়ে যায়। হাওরের প্রচন্ড ঢেউয়ের আঘাতে রাস্তার গাইডওয়ালের উপরের ব্লক সড়ে গিয়ে খানা-খন্দকে পরিণত হয়েছে। এ ছাড়া বেশ’কটি ব্রীজের দু’পাশের এ্যপ্রোচের মাটি দেবে যায়। এতে করে ওই রাস্তায় যানবাহন চলাচলে নানা ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে স্ব স্ব গন্তব্যে যেতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে এইচবিবি প্রকল্পের রাস্তা ও ২৪ ফুট দীর্ঘ ব্রীজ পরিদর্শনে যান, উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান সাথে ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী। একই সময় ব্রীজের সংযোগে মাটি সরে যাওয়ায় তা ভরাট করণের এবং এইচবিবি রাস্তার ইটের গাথুনি সরে যাওয়ায় তা মেরামত করার জন্য ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়।


Related Articles

Back to top button
Close