দেশজুড়ে
প্রিন্ট করুন
বানিয়াচংয়ের বিএনপি নেতা বকুল বুকে ব্যাথা নিয়ে ওসমানীতে ভর্তি

নিজস্ব প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন বকুল বুকে ব্যাথা নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলার ৭নং ইউনিয়ন বিএনপি সম্মেলনের শেষ পর্যায়ে হঠাৎ বুকে ব্যাথার কারণে অসুস্থ হয়ে পরেন। পরে থাকে অসুস্থ অবস্থায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ হবিগঞ্জ সদর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তিনিকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।