দেশজুড়ে
প্রিন্ট করুন
এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিমকে প্রাণে হত্যার হুমকি থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি। এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিমকে প্রাণে হত্যার হুমকি দেওয়ায় হবিগঞ্জ সদর মডেল থানায় গত বৃহস্পতিবার রাতে তিনি জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি এশিয়ান টিভির অফিস থেকে তাকে একটি অ্যাসাইনমেন্ট দেয়া হয়। এর প্রেক্ষিতে লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের তৌহিদ মহুরীর জাল দলিল, সরকারি ভূমি রেজিস্ট্রারীসহ বিভিন্ন অনিয়মের প্রতিবেদন তৈরি করেন। গত ১২ সেপ্টেম্বর তার দেয়া তথ্যচিত্রে ‘হবিগঞ্জে এক স্কুল শিক্ষকের সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করে রাখার অভিযোগ তৌহিদ মুহুরীর বিরুদ্ধে’। শিরোণামে এক পর্বের প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি তৌহিদ মুহুরির লোকজনের নজরে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং এমএ আজিজকে ফেসবুকসহ বিভিন্নভাবে হত্যার হুমকি দেয়া হয়।