দেশজুড়ে

চুনারুঘাট “সনাতনী শীল যুব সংঘ’র “২০২১” সনের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

প্রিন্ট করুন

শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।
চুনারুঘাট উপজেলার কয়েকজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার উদ্যোগে চুনারুঘাট “সনাতনী শীল যুব সংঘ” গঠিত হবার পর থেকেই সামাজিক, সাংস্কৃতিক ও করোনা মহামারী শুরু থেকেই অসহায় গরীব- দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এ সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে গত বৃহস্পতিবার শ্রীশ্রী বিশ্বকর্মা পূজার দিনে চুনারুঘাট মধ্য বাজারে অবস্থিত শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ে চুনারুঘাট “সনাতনী শীল যুব সংঘ ” আসন্ন ২০২১ ইংরেজি সনের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেছেন। এসময় উপস্থিত ছিলেন – এ সংগঠনটির উপদেষ্টা নিশিকান্ত শীল, সমরেশ শীল, প্রদীপ শীল ও সুধাংশু শীল, সহ-সভাপতি রতিশ চন্দ্র শীল, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র শীল, সহ-সাধারন সম্পাদক শংকর চন্দ্র শীল, অর্থ সম্পাদক নয়ন মনি শীল ও রিপন চন্দ্র শীল, সদস্য মড়ল চন্দ্র শীল প্রমূখ।
উল্লেখ্য, এই সংগঠনটির উদ্যোক্তা ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এ সংগঠনটির সভাপতি সমীরণ শীল, সহ-সভাপতি নারায়ন চন্দ্র শীল, দীপক চন্দ্র শীল, মিঠুন চন্দ্র শীল, রতন চন্দ্র শীল ও রঞ্জিত চন্দ্র শীল, সহ-সাধারণ সম্পাদক রিংকু চন্দ্র শীল, সুমন চন্দ্র শীল ও প্রাণেশ চন্দ্র শীল “২০২১” ইংরেজি সনের ক্যালেন্ডার প্রকাশের আর্থিক সহযোগিতায় করেছেন।


Related Articles

Back to top button
Close