নবীগঞ্জে মেয়ে ধর্ষণ মামলায় পিতা আটক

নবীগঞ্জ প্রতিনিধি। নবীগঞ্জে কিশোরীকে ধর্ষন মামলায় পিতাকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার দীঘলবাক ইউনিয়ন এর জিয়াপুর গ্রামে ।
মামলার বিবরণে জানা যায়, আব্দুস সালাম (৪০) পেশায় একজন সিএনজি চালক । গত ১৩ সেপ্টেম্বর ধর্ষিতার মা হাছিনা বেগম ভিকটিম (১৩) সামিয়া (৭) কে স্বামী আব্দুস সালাম এর কাছে রেখে তিনি বাপের বাড়ি গোয়ালাবাজারে চলে যান।
রাত অনুমান ১১ ঘটিকার সময় পিতা আব্দুস সালাম বসত ঘরে এসে ঘুমিয়ে পড়া মেয়েটির (১৩) উপরে মুখ চেপে ঝাপটে ধরে উপুর্যপরি ধর্ষন করেন এবং মেয়েকে হুমকি দেয় কাউকে কিছু বললে হত্যা করবে, ভয় পেয়ে মেয়েটি কাউকে কিছু বলেনি। কয়েকদিন পর মা বাড়ীতে এলে মেয়েটির রহস্য জনক আচরণ দেখে মেয়েকে জিজ্ঞেস করলে মেয়েটি সবকিছু বলে দেয়।
পরে হাছিনা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় গত ১৭ সেপ্টেম্বর ধর্ষন মামলা দায়ের করলে। গত বৃহস্পতিবার রাতে ৩ টার আব্দুস সালাম (৪০)কে পুলিশ গ্রেফতার করে হবিগঞ্জ জেল হাজতে পাঠায়।