দেশজুড়ে

আজমিরীগঞ্জে সরকারি ডিগ্রী কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

প্রিন্ট করুন

আজমিরীগঞ্জ প্রতিনিধি। আজমিরীগঞ্জ উপজেলা সদরের আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি ফি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করার অভিযোগ পাওয়া গেছে। কলেজ কর্তৃপক্ষ ভর্তি ফি আদায়ে শিক্ষা বোর্ডের নির্দেশনা না মেনে নির্দিষ্ট ফি স্থলে ২ হাজার ৭৪০ টাকা আদায় করছেন ।

সরকারি শিক্ষা বোর্ডের নির্দশনা অনুযায়ী একাদশ শ্রেণির শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে উপজেলা সদরে ১০০০, জেলা সদরে ২০০০ ও বিভাগীয় শহরে ৩০০০ টাকা নেওয়ার নির্দেশনা রয়েছে। এর বেশি নিলে, কেন বেশি নেওয়া হলো তা ব্যাখ্যা করতে হবে।

অথচ আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বাবদ মানবিক ও বাণিজ্য শাখায় ভর্তি ফি ২ হাজার ৫৪০ টাকা ও বিজ্ঞানে ২ হাজার ৭৪০ টাকা নেয়ার অভিযোগ উঠেছে । এতে আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজের সুনাম নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী ৷

১৯৯৩ সালে প্রতিষ্টিত হয় আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ সবশেষে ২০১৮ সালের ৮ আগষ্ট জাতীয়করন হয় কলেজটি ৷

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থীর অভিবাবক জানান, আবুল এন্টার প্রাইজ এবং নিতাই টেলিকম নামে দুটি বিকাশ এবং শিউর ক্যাশ এজেন্টের মাধ্যমে ভর্তি ফি ২৫০০ এবং ২৭০০ টাকা জমা দিয়েছেন তারা সাথে বিকাশ ও শিউর ক্যাশ ফি বাবদ এজেন্টদের দিয়েছেন আরো ৪০ টাকা করে ৷
এ ব্যাপারে আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল আলম জানান, মানবিক ও বানিজ্য শাখায় ২৫ শত এবং বিজ্ঞান শাখায় ২৭ টাকা করে সরকারি নিয়ম মেনেই ফি নেয়া হচ্ছে,তবে প্রতিষ্টানটিতে সরকারী শিক্ষক,কর্মচারী
ছাড়া ও অনেক বেসরকারী শিক্ষক,কর্মচারী থাকায় বেতনের জন্য আমরা এই টাকা নিচ্ছি ৷
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ জানান, সরকারী পরিপত্র মোতাবেক একাদশে ভর্তি ফি নিতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী যে ভর্তি আছে উক্ত ভর্তি ফি র বেশি নিলে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানাতে হবে ৷


Related Articles

Back to top button
Close