দেশজুড়ে

বা‌নিয়াচ‌ংয়ে ৫শ ফাঁদ দিয়ে ইদুর নিধন অ‌ভিযানের উ‌দ্বোধন

প্রিন্ট করুন

বিশেষ প্রতিনিধি

বানিয়াচংয়ের হাওরের আমন জমিনের ইদুর বৃদ্ধি এবং গুরুত্বপূর্ন সড়কগুলোতে গর্ত করে সড়কের ও ফসলের ক্ষতি সাধন করায় ইদুরের বংশবিস্তর নির্মূলের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাওরের বিভিন্ন সড়কে ৫শ ফাঁদ স্থাপন করে কার্যক্রম শুরু করেছেন।

গতকাল শনিবার (২২আগস্ট) সকাল ১১টায় বানিয়াচং-নবীগঞ্জ আঞ্চলিক এমএ রব সড়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, হবিগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার(ভূমি)ইফফাত আরা জামান ঊর্মি,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, এরশাদ আলী,প্রেসক্লাব সভাপতি কালের কন্ঠ শাহেদ মিয়া, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলোকিত বাংলাদেশ নজরুল ইসলাম তালুকদার, মখলিছ মিয়া মানবজমিন এবং আল-হাদি এনটিভি প্রমূখ।

এ ব্যাপারে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন ইদুর আমাদের সম্পদ নষ্ট করে। ফসলের শত্রু ইদুরকে নির্মূল করে আমাদের সম্পদকে রক্ষা করতে হবে।


Related Articles

Back to top button
Close