দেশজুড়ে

বানিয়াচংয়ে অনলাইন কন্টেন্টে সেরা ৩ শিক্ষকের নাম ঘোষনা বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রিন্ট করুন


বিশেষ প্রতিনিধি , বানিয়াচং থেকে

শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যতো বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলায় অনলাইন স্কুলের ক্লাস যাত্রা শুরু করেছে ।

বানিয়াচং অনলাইনে ক্লাস কন্টেন্টের ৮ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত বানিয়াচং উপজেলার অনলাইন ক্লাস প্রকাশ করা হয়েছে তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন উপজেলা সদরের ৩নং ইউনিয়নের স্থানীয় ডাঃ ইলিয়াছ একাডেমীর সহকারি শিক্ষক শেখ তোফায়েল আহমেদ, ২য় স্থানে রয়েছেন ১০নং সুবিদপুর ইউনিয়নের রত্না উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক কুমার দাস, এবং ৩য় স্থানে বিজয় হয়েছেন উপজেলা সদরের ১নং ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয়ের (এরশাদ স্কুল) সহকারী শিক্ষক আব্দুল হাই ।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা সেরা ৩ কন্টেন্টে শিক্ষকের নাম ঘোষণা করেন। এবং বিজয়ী কন্টেন্টের হাতে পুরস্কার প্রদান করেন।

এ সময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, সহকারী প্রোগ্রামার সবিনয় ভৃষণপাল,একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাস প্রমূখ।


Related Articles

Back to top button
Close