দেশজুড়ে

সৌদি আরবে নবীগঞ্জের এক যুবককে আটকে নির্যাতন, মুক্তিপন দাবী

প্রিন্ট করুন


হবিগঞ্জের সংবাদ অনলাইন ডেস্ক। ক্লিনার ভিসায় চাকরি দেয়ার নামে সৌদি আরব পাঠিয়ে নবীগঞ্জের এক যুবককে আটকে রেখে মুক্তিপনের দাবীতে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভ‚ক্তভোগী ইব্রাহিম মিয়ার পিতা নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের মোঃ আব্দুল মোমিন (৪৫) একই গ্রামের আফতাব মিয়ার পুত্র মশোদ মিয়া (৪০) এর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল-৩ হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন।মামলা সূত্রে জানা যায়, মশোদ মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠিয়ে আসছে। ভুক্তভোগী ইব্রাহিমকে ক্লিনার ভিসায় সৌদি পাঠানোনর জন্য তার পিতার সাথে ৫ লক্ষ টাকায় চুক্তি করে। ইব্রাহিমের পিতা মোঃ আব্দুল মোমিন মশোদ মিয় কে কথামতো ৫ লক্ষ টাকা প্রদান করেন। এর মধ্যে ২ লক্ষ টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক হবিগঞ্জ শাখা হতে উত্তোলন করেন, বাকী ৩ লক্ষ টাকা গরু ও ধান বিক্রি করে এবং আত্মীয স্বজনের থেকে ধার সংগ্রহ করেন। এরপর ইব্রাহিমকে সৌদিতে প্রেরণ করে মাসুদ মিয়া। সেখানে যাওয়ার পর ইব্রাহিম জানতে পারে তারি ভিসায় কোন চাকরিই নাই।
কিছুদিন পর ইব্রাহিম তার বাবাকে জানায় তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে নির্যাতন করছে। টাকা না দিলে হত্যা করবে বলেও জানিয়েছে মাফিয়া চক্র। এ বিষয়ে ভ‚ক্তভোগী ইব্রাহিমের পিতা অভিযুক্ত মাসুদ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি মুক্তিপনের টাকা দিতে বলেন। অবশেষে নিরুপায় হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।


Related Articles

Back to top button
Close