আজ হবিগঞ্জ আসছেন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
সাজ্জাদ বিন লাল, দীর্ঘদিন পর হবিগঞ্জ আসছেন সদ্যগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারি একদিনের সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৭টায় ঢাকার সেন্ট্রাল রোডস্থ বাসভবন হতে হবিগঞ্জের উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন। সকাল ১১ টায় জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন, দুপুর ১২টায় নিজ গ্রাম উপজেলার সদর ইউনিয়নের নরপতি হাবিলিতে উপস্থিত হয়ে পিতার কবর জিয়ারত করবেন। পরবর্তীতে মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের মাজার জিয়ারত করবেন বলে নিশ্চিত করেন তিনি। এর পর ৩টায় চুনারুঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গনে পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন তিনি। সন্ধ্যা ৬ টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি। স্থানীয়রা জানান, অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর এই প্রথম নিজ এলাকায় সফরে আসছেন তিনি। এদিকে, চুনারুঘাট এলাকায় তিনি আসছেন শুনে মানুষের মধ্যে বইছে আনন্দ। অনেকেই দেখা করতে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। রিজওয়ানা হাসান দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে কাজ করছেন। তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান। তিনি রাজধানী ঢাকার ধানমন্ডিতে ১৯৬৮ সালে জন্মগ্রহণ করলেও পৈতৃক নিবাস হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের নরপতি গ্রামের হাবিলীতে। তার পিতা সাবেক মন্ত্রী সৈয়দ মহিবুল হাসান। মা সুরাইয়া হাসান। বাবা-মায়ের একমাত্র কন্যা তিনি এবং পরিবারে সবার ছোট। পরবর্তীতে সহপাঠী আইনবিদ ব্যবসায়ী আবু বকর সিদ্দিক-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর পর থেকে তিনি ঢাকায় বসবাস করছেন। তিনি তিন সন্তানের জননী। মেয়ে নেহলা, দুই ছেলে যাবির ও জিদান। রিজওয়ানা হাসান ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। এরপর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে প্রথমে লোকপ্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থেকে পরে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯৩ খ্রিষ্টাব্দে এলএলএম সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন। ২০০৭ খ্রিষ্টাব্দে তিনি যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ করেন। সৈয়দা রিজওয়ানা হাসান রাতে মুঠোফোনে বলেন, ‘সর্বশেষ বিগত পাঁচ মাস পূর্বে নিজ এলাকায় এসেছিলাম। আমার ইচ্ছে ছিলো বাবার কবর ও মাজার জিয়ারত করবো। কিন্তু সময়ের কারণে আসতে পারিনি। এমন সময় আসা হচ্ছে বন্যার সময়ে। আশা করছি এলাকায় সবার সাথে দেখা হবে’।