জাতীয়

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে যা যা খোলা থাকবে

প্রিন্ট করুন



হবিগঞ্জের সংবাদ, অনলাইন ডেস্ক। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। এছাড়া আগামীকাল রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। এই অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলামের নামে পাঠানো এক বার্তায় এ জরুরি নির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি কী কী খোলা থাকবে সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন শিক্ষার্থীরা। এরমধ্যে-
হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা খোলা থাকবে। যেমন-ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণ, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১-১টা পর্যন্ত খোলা থাকবে বলে জরুরি নির্দেশনায় বলা হয়।


Related Articles

Back to top button
Close